হোম > সারা দেশ > শরীয়তপুর

লোকনাথ পঞ্জিকা মেনে ঈদের নামাজ আদায় করলেন সুরেশ্বরের মুরিদেরা

শরীয়তপুর প্রতিনিধি

বাংলা লোকনাথ পঞ্জিকা মেনে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা। শুক্রবার সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁরা ঈদ উদ্‌যাপন শুরু করেন। 

ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামাতে অংশগ্রহণ করেন। 

সুরেশ্বর দরবার শরিফের খাদেম মনসুর আলী মৃধা জানান, সৌদি আরব বা অন্য কোনো দেশের নিয়মকানুন সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা অনুসরণ করেন না। তাঁরা সব সময় লোকনাথ পঞ্জিকা ফলো করেন এবং সেই অনুযায়ী রোজা রাখেন ও ঈদ উদ্‌যাপন করে থাকেন। বাংলা লোকনাথ পঞ্জিকার সঙ্গে আরবি মাস ও চাঁদের হিসাবের মিল রয়েছে বিধায় তাঁরা প্রতিবছর লোকনাথ পঞ্জিকা মেনে রোজা ও ঈদ পালন করেন। 

মনসুর আলী জানান, লোকনাথ পঞ্জিকা মেনে আজ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ মুরিদ। সুরেশ্বর দরবার শরিফের মাঠে সকাল ১০টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মুরিদেরা ঈদের নামাজ পড়ে ঈদ পালন করছেন।

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল