হোম > সারা দেশ > শরীয়তপুর

ইলিশ ধরায় শরীয়তপুরে ৩১ জেলেকে কারাদণ্ড প্রদান 

শরীয়তপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার অভিযোগে শরীয়তপুরে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার জেলার জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মানদীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়েছে। 

পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, আজ সকালে জেলার জাজিরা উপজেলার পদ্মানদীর কুন্ডেরচর, বিলাসপুর, সিডারচর এলাকায় অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করা হয়। এ সময় আটকৃতদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। 

এ ছাড়া নড়িয়া উপজেলার সুরেশর এলাকায় পদ্মানদীতে অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত জেলেদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এ বিষয়ে রাফে মোহাম্মদ বলেন, আটককৃত জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা থেকে গোসাইরহাটের নলমুরি পর্যন্ত ৭১ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকা।  

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন