হোম > সারা দেশ > শরীয়তপুর

হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন প্রবাসী, উৎসুক গ্রামবাসীর ভিড়

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলার বেড়া চিকন্দী উচ্চবিদ্যালয় মাঠে প্রবাসী ইদ্রিস আলী সিকদারকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরেছেন মো. ইদ্রিস আলী সিকদার (৫০) নামে এক ইতালিপ্রবাসী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার বেড়া চিকন্দী উচ্চবিদ্যালয় মাঠে তাকে নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার দেখতে গ্রামের শিশু, কিশোর, নারী, পুরুষেরা স্কুলের মাঠে ভিড় জমান।

ইদ্রিস আলী সিকদার (৫০) বেড়া চিকন্দী গ্রামের হাজি এমদাদ আলী সিকদারের ছেলে। ২০০১ সালে ইতালি পাড়ি জমান তিনি। সর্বশেষ ২০১৯ সালে তিনি দেশে এসেছিলেন। এবার ইতালি থেকে ঢাকায় নেমে গ্রামে ফিরতে হেলিকপ্টারের ব্যবস্থা করেন তিনি। তাঁর হেলিকপ্টারে চড়ে গ্রামে আসার খবর এলাকায় আলোড়ন তুলে। নীরব নামে এক ছাত্র বলেন, ‘আমাদের স্কুল মাঠে হেলিকপ্টার নামবে, এটা কখনো আশা করিনি। আজ আমরা স্কুল মাঠে হেলিকপ্টার নামতে দেখলাম। এটা আমার কাছে খুব ভালো লাগছে।’ ইদ্রিস আলী সিকদারের স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমাদের সবার ইচ্ছা ছিল, আমার স্বামী হেলিকপ্টারে চড়ে গ্রামে আসবেন। এ ছাড়া স্বামীরও এটি স্বপ্ন ছিল। তো সবার ইচ্ছাপূরণ আর এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আমার স্বামী আজ হেলিকপ্টারে চড়ে গ্রামে এসেছেন।’

ইদ্রিস আলী সিকদার বলেন, ‘আমাদের পরিবারের সবার ইচ্ছা ছিল হেলিকপ্টার নিয়ে গ্রামে আসা। বিশেষ করে এলাকার শিশু-কিশোরদের আনন্দ দেওয়ার জন্যই আজ আমার হেলিকপ্টার নিয়ে আসা। হেলিকপ্টার দেখে গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরাসহ সব বয়সী নারী-পুরুষ আনন্দ-উল্লাস করেছে। এটা দেখে আমারও আনন্দ লেগেছে।’

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা

শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন

ঢাকার হত্যা মামলায় কারাগারে শরীয়তপুরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মোজাম্মেল

শরীয়তপুরে আলোচিত তায়েবা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন