হোম > সারা দেশ > শরীয়তপুর

অ্যাম্বুলেন্সে করে নির্বাচনী প্রচারণা চালালেন প্রার্থী 

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডিঙ্গামানিক ইউনিয়নে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ সরদার অ্যাম্বুলেন্সে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গতকাল বুধবার দুপুরে ডিঙ্গামানিক ইউনিয়নের বিভিন্ন সড়কে অ্যাম্বুলেন্সে করে তিনি প্রচারণা চালান। 

স্থানীয় ও কর্মীরা বলেন, গত সোমবার সকালে ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার বাজারে হামলার শিকার হন আব্দুল আজিজ। এতে গুরুতরভাবে আহত হন তিনি। তাঁকে প্রথমে নড়িয়া হাসপাতাল এবং পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তিনি হাসপাতাল থেকে বাসায় আসার পথে ডিঙ্গামানিকের বিভিন্ন ওয়ার্ডে অ্যাম্বুলেন্সে করে প্রচারণা চালান। এ সময় তাঁর সঙ্গে কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

আজিজ সরদার বলেন, ‘আমি ঠিকমতো হাটতে পারছি না। নির্বাচন ঘনিয়ে আসছে। এখন যদি কাজ করতে না পারি, তাহলে তো নির্বাচনের ফলাফল ভালো হবে না। তাই আমি হাসপাতাল থেকে আসার পথে অ্যাম্বুলেন্সে করে ডিঙ্গামানিকের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে দেখা করি। তাঁরা আমাকে ছুটে এসে দোয়া করেছে। আশা করি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব।’ 

আজিজ আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছির ফকিরের লোকজন এখনো হুমকি-ধমকি দিচ্ছে। আমার কর্মীদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে। তাঁরা চায় না আমি নির্বাচন করি।’ 

উল্লেখ্য, গত সোমবার সকালে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাছির ফকিরের সমর্থকেরা আজিজের ওপর হামলা করেন। এতে তিনি বুকে মারাত্মক আঘাত পান। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নড়িয়ার হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন