হোম > সারা দেশ > শরীয়তপুর

দেনা-পাওনা নিয়ে বিতর্কের জেরে হত্যা, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শরীয়তপুরের সখিপুরের অটোরিকশাচালক হাবিবুর রহমান ওরফে হাবু মাদবরের সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির টাকাপয়সার লেনদেন নিয়ে বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে হাতাহাতির জেরে গত ১৩ ডিসেম্বর হাবিবুরকে ছুরিকাঘাতে হত্যা করেন আরিফসহ তাঁর সহযোগীরা।

ঘটনার এক মাস পর গতকাল বৃহস্পতিবার রাতে হত্যায় জড়িত তিনজনকে নারায়ণগঞ্জ সদর ও ঢাকার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ, পারভেজ বেপারী, সজিব বেপারী।

আজ শুক্রবার রাজধানীর টিকাটুলিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, অটোরিকশাচালক হাবিবুরের সঙ্গে আরিফের টাকাপয়সার লেনদেন নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আরিফ ১৩ ডিসেম্বর সকালে তাঁর সহযোগীদের নিয়ে হামলা চালান। এতে গুরুতর জখম হন হাবিবুর।

পরে স্থানীয় একটি সরকারি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বড় ভাই জসিম মাদবর সাতজনের নামসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য তিন আসামি আশরাফুল দেওয়ান, মাহাবুব বেপারী ও ইউসুফসহ অজ্ঞাতনামা আসামিরা পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, আরিফ সখিপুর এলাকায় কিশোর গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় কিশোরদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করাত। পারভেজ এবং সজিব বেপারী দুই ভাই। তাঁরা এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

গ্রেপ্তারদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের সখিপুর থানায় পাঠানো হয়েছে।

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম