হোম > সারা দেশ > শরীয়তপুর

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে স্ত্রীকে হত্যা মামলায় রাজা মিয়া (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের বকাউল কান্দী গ্রামের অলি বেপারী ছেলে। 

এ তথ্য জানিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুন রাতে দুই লাখ টাকা যৌতুক না পেয়ে রাজা মিয়া তাঁর স্ত্রী কাঞ্চনমালার (২৮) মাথায় পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করেন। এতে কাঞ্চনমালা গুরুতর আহত হলে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ৭ জুন মারা যান তিনি। 

 ৮ জুন নিহতের ভাই মো. মনির হোসন বাদী হয়ে রাজা মিয়াকে আসামি করে শরীয়তপুরের সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই আসামি রাজা মিয়াকে সখিপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। 

এ বিষয়ে কৌঁসুলি ফিরোজ আহমেদ বলেন, ‘রাজা মিয়া যৌতুকের জন্য তাঁর স্ত্রী কাঞ্চনমালাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী রাজা মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ 

আসামি পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, ‘এ রায়ে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। খুব শিগগিরই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন