হোম > সারা দেশ > শরীয়তপুর

জমি নিয়ে সংঘর্ষে শিক্ষক নিহত

শরীয়তপুর প্রতিনিধি

নিহত সুজন সাহার ছেলে বাবাকে জড়িয়ে ধরে আহাজারি করছে: ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুজন সাহা (৫২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা ওই গ্রামের মৃত হরিদাস সাহার ছেলে। তিনি শরীয়তপুর পৌরসভার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (আইসিটি) ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, তিন ভাই সুজন সাহা, অঞ্জন সাহা ও চঞ্চল সাহার সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার শান্তি সাহার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছে। বিরোধপূর্ণ জমিতে বেড়া দেওয়া ও গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের আঘাতে মাথায় গুরুতর জখম হয় সুজন সাহার। স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে বিকাল ৩টার দিকে সুজন সাহা মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সুজন সাহার ভাই অঞ্জন সাহা বলেন, 'শান্তি সাহার সঙ্গে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শান্তি সাহা বিরোধপূর্ণ জমিতে বেড়া দেন এবং আমাদের গাছ কেটে নিয়ে যান। এর প্রতিবাদ করায় শান্তি সাহা, শান্তি সাহার ছেলে সুদর্শন সাহা, ভাতিজা সনদ সাহা ও ভাইয়ের স্ত্রী শংকুরি সাহা মিলে আমার ভাই সুজন সাহাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।'

পালং মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. আবির হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন