হোম > সারা দেশ > শরীয়তপুর

মামার নির্বাচন দেখতে এসে প্রবাসী যুবকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

মামার নির্বাচন দেখতে এসে সড়ক দুর্ঘটনায় শাওন ব্যাপারী নামে এক প্রবাসী যুবক মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা সদরের আঙ্গারিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাওন ব্যাপারী মাদারীপুর সদরের রাজতি গ্ৰামের সোনা মিয়া ব্যাপারীর ছেলে। দীর্ঘ সময় ধরে শাওন ব্যাপারী সৌদি আরবে থাকতেন। দুই মাস আগে ছুটি কাটাতে তিনি গ্রামে ফেরেন। কিছুদিনের মধ্যেই তাঁর সৌদিতে ফিরে যাওয়ার কথা ছিল। 

পালং মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল শরীয়তপুর সদরের চিতলিয়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউপির ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নিহত শাওন ব্যাপারীর মামা ফারুক মুন্সি। তাই সকালে নির্বাচন দেখার জন্য চিতলিয়ার কাশিপুরে যান শাওন। নির্বাচন শেষে সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কাশিপুর থেকে মনহর বাজার এলাকায় যাচ্ছিলেন তিনি। পথে আঙ্গারিয়া বাইপাস সড়কে এক পথচারীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল নিয়ে শাওন সড়কের মাঝে ছিটকে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। 

ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ওই পথচারীকে আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতের আরেক মামা আতাউর রহমান মুন্সি বলেন, ‘শাওন নির্বাচনের পুরো সময়টাই কেন্দ্রে কাটিয়েছে। সন্ধ্যার আগে আমার বোনের সঙ্গে দেখা করতে মনোহর বাজার এলাকায় যাচ্ছিল। কিন্তু আংগারিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে শাওন।’ 

নিহতের মামা আরও বলেন, ‘নির্বাচনে আমার ভাই ফারুক মুন্সি পরাজিত হয়েছেন। তা নিয়ে সবার মন খারাপ ছিল। এমন পরিস্থিতিতেই ভাগনের মৃত্যুর সংবাদ পেতে হলো। আমরা এখন ওর মাকে কী জবাব দেব?’ 

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, মামার নির্বাচন দেখতে এসে দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনার। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন