হোম > সারা দেশ > শরীয়তপুর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: উপমন্ত্রী শামীমকে শোকজ

শরীয়তপুর প্রতিনিধি

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমকে শোকজ করা হয়েছে। গতকাল বুধবার নোটিশটি পাঠান ওই এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম। একই সঙ্গে তাকে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

এর আগে গত ৭ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চাছে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর অভিযোগের প্রেক্ষিতে তাকে এ নোটিশ প্রদান হয়। 

নোটিশে বলা হয়েছে, আপনাকে লিখিত ব্যাখ্যার নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আপনি দ্বাদশ সংসদ নির্বাচনের শরীয়তপুর-২ আসনের (নড়িয়া–সখীপুর) একজন সংসদ সদস্য পদপ্রার্থী। গত ৭ ডিসেম্বর সকালে আপনি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের হাঁসের কান্দি ৬ নম্বর ওয়ার্ডে নৌকার প্রার্থী হিসেবে ৩০০-৪০০ লোকজন নিয়ে নির্বাচনী জনসভা করেছেন। 

ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা করেছেন, যা নির্বাচন কমিশন কর্তৃক প্রজ্ঞাপনে জারিকৃত নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। 

আপনি কেন নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন, এই মর্মে আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আপনাকে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে বা আপনার প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন