হোম > সারা দেশ > শরীয়তপুর

নড়িয়ায় চার কোরআনে হাফেজকে সংবর্ধনা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার চার নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার চার নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১০টায় মাদ্রাসার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাফেজদের ফুল ও সম্মানসূচক পোশাক দিয়ে বরণ করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পণ্ডিতসার বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সালেহ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালধ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহফুজ, শরীয়তপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হান্নান, সমাজ সেবক মোজাফফর তপাদার, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবর্ধনা পাওয়া চার হাফেজ হলেন মো. সাইম মোল্লা, মো. জুবায়ের ইসলাম, মো. আবু রায়হান ব্যাপারী ও মো. আবু রায়হান মল্লিক।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তার বলেন, ‘সাড়ে ছয় বছরের যাত্রায় আমাদের মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ৮১ জন শিক্ষার্থী কোরআনে হাফেজ হয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়।’

সংবর্ধনা পাওয়া হাফেজ মো. আবু রায়হান ব্যাপারী বলেন, ‘মা-বাবা ও শিক্ষকদের উৎসাহে আজ আমি হাফেজ হতে পেরেছি। মাদ্রাসা থেকে সংবর্ধনা পেয়ে আমরা খুব আনন্দিত। দোয়া করবেন যেন বড় আলেম হতে পারি।’

হাফেজ আবু রায়হানের বাবা মো. বাবুল ব্যাপারী বলেন, ‘হাফেজরা আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। আজ আমার ছেলে হাফেজ হওয়ায় আমি গর্বিত। কোরআনের হাফেজদের জন্য সমাজে আলাদা সম্মান থাকা উচিত।’

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন