হোম > সারা দেশ > শরীয়তপুর

জাজিরা থানায় ওসির ঝুলন্ত লাশ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। জাজিরা থানা ভবনের দ্বিতীয় তলার নিজ শয়নকক্ষে তাঁর লাশটি পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে সোয়া ৪টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম। তিনি থানা ভবনের ভেতর থেকে বরে হয়ে সাংবাদিকদের বলেন, ওসি আল আমিনের মরদেহ এখনো জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

ওসি আল আমিনের মৃত্যুর খবরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাজিরা থানা ভবনে অবস্থান করছেন। প্রশাসনের কর্মকর্তা ব্যতীত কাউকে থানার ভেতর প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ।

জাজিরা থানার সামনে গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতার ভিড় দেখা গেছে। ছবি: আজকের পত্রিকা

সরেজমিন বিকেল ৪টার দিকে দেখা যায়, থানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীসহ উৎসুক জনতা গেটের সামনে অবস্থান করছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি।

গত ১৪ সেপ্টেম্বর ওসি আল আমিন জাজিরা থানায় যোগদান করেন। তাঁর বাড়ি বরিশালের মুলাদী।

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা

শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন

ঢাকার হত্যা মামলায় কারাগারে শরীয়তপুরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মোজাম্মেল

শরীয়তপুরে আলোচিত তায়েবা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন