হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে যুবক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

শরীয়তপুর জেলার পালং থানার পশ্চিম চররোসুদ্ধি গ্রামের যুবক দেলোয়ার হোসেন সরদার হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী বিকেলে এ রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ইসমাইল সরদার, ছালমুন সরদার, রেজাউল সরদার, জুয়েল সরদার ও আমিনুল সরদার।

খালাসপ্রাপ্তরা হলেন মজিবর সরদার, ফজলুল সরদার, আ. মালেক সরদার, মোকলেছ সরদার, মাহাবুব সরদার, তোতা সরদার, টিপু সরদার, পারভেজ সরদার, আ. ছালাম সরদার, পাভেল সরদার, আজিজুল হক সরদার ও পারুল বেগম।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ জুলাই দেলোয়ার হোসেন সরদার ও তাঁর ভাই দুলাল সরদার শরীয়তপুর জেলার পালং মডেল থানার সুবচনী বাজার থেকে অটোবাইকে করে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জেরে এ সময় দুষ্কৃতকারীরা তাঁদের অটোবাইকের গতিরোধ করেন। অটোবাইক থেকে দেলোয়ার হোসেন সরদারকে টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন।

তাঁদের স্বজন পারভীন আক্তার ভিকটিমদের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে এসে বাধা দিলে আসামিরা তাঁকেও এলোপাতাড়ি মারধর করে জখম করেন। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দেলোয়ার হোসেন সরদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। ওই দিনই রাত সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন সরদারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০১৭ সালের ১৪ জুলাই দেলোয়ার হোসেন সরদারের বাবা আ. সালাম সরদার বাদী হয়ে পালং মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১০ ডিসেম্বর ফরিদপুর জেলার পিবিআই পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন ১৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরে মামলাটি সরকারের নির্দেশে ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। মামলার বিচার চলাকালে এক আসামি মারা যাওয়ায় ১৭ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলে। মামলার বিচার চলাকালে ৩১ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী মৃত্যুর ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন