হোম > সারা দেশ > শরীয়তপুর

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় শরীয়তপুরে ২৬ জেলে আটক

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৬ জন জেলেকে ৪টি নৌকাসহ আটক করা হয়। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ছাড়া অভিযানে অংশ নেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া বিনতে সোলাইমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান, চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্য কর্মকর্তারা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, বুধবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মোট ২৬ জন জেলেকে চারটি নৌকাসহ আটক করা হয়। এদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে নড়িয়া ও জাজিরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু