হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুর সংযোগ সড়কে বাসচাপায় ভ্যানচালক নিহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় লাকু মাদবর (৩২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার (১৬) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের নাওডোবা গোলচত্বরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

আহতদের ঢাকায় ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বাসটি হেফাজতে নেওয়া হয়েছে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে বাসটি নাওডোবা গোলচত্বরে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষায় থাকা ভ্যানচালক ও জনসাধারণের ওপর উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে মারা যান ভ্যানচালক লাকু মাদবর। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য শেখ রাসেল সেনানিবাসের এক সেনাসদস্য স্ত্রী ও সাত বছরের মেয়েকে নিয়ে বাসের অপেক্ষায় ছিলেন। সেনাসদস্যের মেয়েসহ আরও চারজন আহত হন। 

লাকু মাদবরের পরিবারকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক