হোম > সারা দেশ > শরীয়তপুর

টয়লেট পাশ থেকে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জের সখীপুর থানায় টয়লেটের পাশ থেকে থেকে হাবিবুল্লাহ মোল্লা (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার উত্তর তারাবুনিয়ার চেয়ারম্যান বাজার পাবলিক টয়লেটের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবদুল্লাহ মোল্লা উত্তর তারাবুনিয়া ৫ নম্বর ওয়ার্ডের কালামিয়া সরকার কান্দি গ্রামের বাসিন্দা রাজ্জাক আলী মোল্লা ছেলে। বাবা-মায়ের তালাক হওয়ার পর শিশুটি বেশির ভাগ সময় তার নানার বাড়িতেই থাকত। 

এ বিষয়ে শিশুটির নানি শাহিদা বেগম জানান, আমার নাতির সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। গতকাল দুপুরে আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাহির হয়েছিল। মনে করেছি নাতি তার মায়ের কাছে গিয়েছে। আজ দেখি আমার নাতির মরদেহ। কে বা কেন আমার নাতিকে মেরেছে আমি জানি না। আমি আমার নাতি হত্যার বিচার চাই। 

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আকতার আসামি জানান, শিশুর ঘটনাটি আজ সকালে শুনেছি। কে বা কারা শিশুটিকে হত্যা করে বাজারের পাবলিক টয়লেটের পাশে রেখে গেছে জানি না। এ ঘটনা তদন্ত করে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। কিভাবে মারা গেছে জানতে পারিনি। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে। 

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা