হোম > সারা দেশ > শরীয়তপুর

টয়লেট পাশ থেকে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জের সখীপুর থানায় টয়লেটের পাশ থেকে থেকে হাবিবুল্লাহ মোল্লা (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার উত্তর তারাবুনিয়ার চেয়ারম্যান বাজার পাবলিক টয়লেটের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবদুল্লাহ মোল্লা উত্তর তারাবুনিয়া ৫ নম্বর ওয়ার্ডের কালামিয়া সরকার কান্দি গ্রামের বাসিন্দা রাজ্জাক আলী মোল্লা ছেলে। বাবা-মায়ের তালাক হওয়ার পর শিশুটি বেশির ভাগ সময় তার নানার বাড়িতেই থাকত। 

এ বিষয়ে শিশুটির নানি শাহিদা বেগম জানান, আমার নাতির সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। গতকাল দুপুরে আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাহির হয়েছিল। মনে করেছি নাতি তার মায়ের কাছে গিয়েছে। আজ দেখি আমার নাতির মরদেহ। কে বা কেন আমার নাতিকে মেরেছে আমি জানি না। আমি আমার নাতি হত্যার বিচার চাই। 

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আকতার আসামি জানান, শিশুর ঘটনাটি আজ সকালে শুনেছি। কে বা কারা শিশুটিকে হত্যা করে বাজারের পাবলিক টয়লেটের পাশে রেখে গেছে জানি না। এ ঘটনা তদন্ত করে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। কিভাবে মারা গেছে জানতে পারিনি। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে। 

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন