হোম > সারা দেশ > শরীয়তপুর

জাজিরায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় নদী থেকে জামাল শিকারী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার কাজীরহাটসংলগ্ন কীর্তিনাশা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জামাল ওই এলাকার মৃত রতন শিকারীর ছেলে।

জামাল শিকারীর ভাই কামাল শিকারী বলেন, তাঁরা কাজীরহাট এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাঁদের স্থায়ী কোনো ঠিকানা নেই। প্রায় ২৫ বছর আগে তাঁর বাবা এবং তিন বছর আগে মা মারা যান। তিন ভাইয়ের মধ্যে জামাল সবার ছোট, এখনো বিয়ে করেননি। তাঁদের কেউ ভাঙ্গারি দোকানে কাজ করেন, কেউ ট্রলি চালান।

ভাইয়ের কোনো শত্রু নেই জানিয়ে কামাল শিকারী বলেন, তাঁর ভাইকে কে বা কারা হত্যা করেছে, বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তিনি জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে মাঝিরঘাট ফাঁড়ির ইনচার্জ মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে কাজীরহাট বাজার এলাকার নির্মাণাধীন ব্রিজের কাছে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক