হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতু পার হতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবী নিহত, চলছিল ফেসবুক লাইভ 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। এ সময় আরোহীর করা ফেসবুক লাইভে দুর্ঘটনার দৃশ্যটি ধরা পড়ে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইনজামুল হক সুমন (৩৪) ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম মনাই হাওলাদার কান্দি গ্রামের ফজল হক মোল্লার ছেলে। আহত ব্যক্তির নাম আতিক হাসান (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও শিক্ষানবিশ আইনজীবী আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন, আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তাঁরা পদ্মা সেতু পার হয়ে সামান্য এগোলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আইনজীবী ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত হন লাইভ করতে থাকা আতিক হাসান। দুর্ঘটনার পুরো দৃশ্য ফেসবুকের লাইভে ধরা পড়ে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, পদ্মাসেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০