হোম > সারা দেশ > শরীয়তপুর

হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হলেও গত ৮ মাসে মামলার কোনো অগ্রগতি না হওয়া ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। 

মানববন্ধনে অংশ নেওয়া নিহতের স্বজনদের দাবি, হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পর পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ এই ঘটনাটি গুরুত্ব না দেওয়ায় আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে জোরালো দাবি জানানো হয়। 

উল্লেখ্য, জাজিরা পৌর শহরের পূর্ব আরাচন্ডি এলাকার কৃষক সোনা মিয়া ফকির (৭০) করোনায় আক্রান্ত হয়ে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় গত বছরের ১৭ আগস্ট নিখোঁজ হন। নিখোঁজের ৪ দিন পর ২১ আগস্ট হাসপাতালের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে সোনা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ২৬ আগস্ট নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে জাজিরা থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী মৃত্যুর ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন