সাতক্ষীরার শ্যামনগরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই যুবক ছুরিকাহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নুরনগর বাজারে এ ঘটনা ঘটে। মারাত্মক জখম অবস্থায় আমিনুর রহমান (২৬) ও মেহেদী হাসানকে (২৭) স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৈখালী সীমান্তের চোরাচালানের রুট নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় লিটন গ্রুপ ও সাহেব আলী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার রাতে সাহেব আলীর নেতৃত্বে ৮–১০ জন সন্ত্রাসী নুরনগর বাজারে লিটন গ্রুপের সদস্যদের ওপর হামলা করে।
এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে লিটন গ্রুপের আমিনুর ও মেহেদী মারাত্মকভাবে আহত হয়। তাঁরা যথাক্রমে শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের গোলাম মোস্তফা ও আব্দুস সালামের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরল ইসলাম বাদল জানান, ‘এ ঘটনায় শ্যামনগর থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’