হোম > সারা দেশ > সাতক্ষীরা

দালালের উপদ্রব রোধে দুদকের অভিযান, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ে দালালের উপদ্রব রোধে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা কার্যালয়ে দালালের উপদ্রব রোধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। আজ বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়।

এ সময় এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় এক দালালকে আটক করা হয়। তিনি পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য ওই টাকা নিচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম আবুল হোসেন। তিনি কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুর রহমান শুভ্র। তিনি জানান, বিআরটিএ কার্যালয়ে দালালের উপদ্রব বেড়েছে—এমন খবর পেয়ে তাঁরা অনুসন্ধান করতে থাকেন। পরে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালান। এ সময় টাকা নেওয়ার সময় দুদকের কাছে ধরা পড়েন আবুল হোসেন।

এ ছাড়া মোবাইল ব্যাংকিং হিসাব পরীক্ষা করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায় অফিস সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে। পরে তাঁকে আটক করে বিআরটিএর সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী পরিচালক মাহাবুর।

এ বিষয়ে সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭