হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় করোনা সংক্রমণের হার ৪৮.৩৬%

প্রতিনিধি

(তালা) সাতক্ষীরা: তালা উপজেলায় দুই সপ্তাহে ৫৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের। সে হিসাবে উপজেলায় করোনা আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার এ তথ্য নিশ্চিত করেন।

করোনা সংক্রমণের প্রতিরোধক টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপসচিব-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও তাঁর স্ত্রী সুতপা রাহা। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁদের করোনা শনাক্ত হয়।

এদিকে, করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় লকডাউন আগামী ১৮ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। জেলাব্যাপী এই লকডাউন কার্যকর থাকবে। দ্বিতীয় মেয়াদের লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনাকাটার সময় দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে ঘরে রাখতে নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রেখেছে। রাস্তায় ছোট যানবাহন ও সীমিত পরিসরে মানুষ চলাচল করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, আজ ২৮টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ১৪ জনের এবং গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭