হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় ‘ভুয়া’ ভেবে র‍্যাবকে মারধরের অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৯ 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটার ধনদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আসামি ধরতে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় আজ রোববার র‍্যাবের পক্ষ থেকে ৩৭ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করা হয়েছে। 

আজ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪৬), পাঁচপাড়া এলাকার সোহাগ সরদার (২৮), কবিরুল ইসলাম (৩৯), আমিনুল ইসলাম (৩৭), আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), রফিকুল ইসলাম (৩৮) এবং আজগার আলী (১৮)। 

র‍্যাব ৬ বলছে, শনিবার দুপুরে র‍্যাব সদস্যরা পাঁচপাড়া এলাকায় আসামি ধরতে গেলে সন্দেহ প্রকাশ করে দুষ্কৃতকারীরা ভুয়া র‍্যাব ভেবে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ধস্তাধস্তি করে এবং তাদের মারতে উদ্যত হয়। তাদের পরিচয়পত্র, জ্যাকেট দেখালেও ‘ভুয়া’ বলে উসকানি দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সাতক্ষীরা র‍্যাব-৬ এর ডিএডি বাবুল মিয়া বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়