হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মুনসুর সানা (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনসুর সানা আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী গ্রামের মৃত মজু সানার ছেলে। 

মুনসুরের নাতি ইমরান হোসেন আজকের পত্রিকাকে জানান, নওয়াবেঁকী চৌরাস্তায় ব্যাটারি ও ইজিবাইকের ব্যবসা রয়েছে তাঁর নানার। আজ বিকেলে দোকান থেকে চৌরাস্তার দিকে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। এ সময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজে (সামেক) স্থানান্তর করেন। কিন্তু সামেকে নেওয়ার পথে তাঁর নানার মৃত্যু হয়। 

ইমরান হোসেন আরও জানান, একই এলাকার এক কিশোর (১৫) তাঁর বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিল। দুর্ঘটনার পর সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তাঁরা ওই কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। মামলা করতে চাইলে নিহতের পরিবারকে আইনগত সহায়তা দেওয়া হবে।’ 

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭