হোম > সারা দেশ > সাতক্ষীরা

মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ, ৪১ বছর পর ফিরলেন পাকিস্তান থেকে

সেলিম হায়দার, তালা, প্রতিনিধি

দীর্ঘ ৪১ বছর পর নিখোঁজ একলিমা বেগম (৬৫) ফিরেছেন পরিবারের কাছে। গত ৪১ বছর ধরে পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালিতে একটি পরিবারের সঙ্গে বসবাস করেছেন। সেখানে গিয়ে আরেকটি বিয়েও করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। সেদিন সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান একলিমা। পরে দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুরে নিজ গ্রামে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে এসেছেন তাঁর দ্বিতীয় স্বামীর বড় ছেলে আশরাফ হোসেন। 

একলিমা বেগম গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে ও তিন সন্তানের জননী। দেশে থাকাকালীন স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পরে ১৯৮১ সালে হারিয়ে যান একলিমা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তাঁর। অবশেষে চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সন্ধান মেলে। 

একলিমার ভাতিজা জাকির শেখ বলেন, ‘কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে একলিমা ফুপুর খোঁজ পাই। ফুপুর সঙ্গে কথা বলে জানতে পারি, তিনি পাকিস্তানের একটি শেল্টার হোমে ছিলেন। সেখানে মুহাম্মদ সিদ্দিক নামে একজনের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে তাঁরা বিয়ে করেন। মুহাম্মদ সিদ্দিক কয়েক বছর আগে মারা গেছেন। সেখানে তাঁদের দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তিনি প্রথম থেকেই বাড়ি আসার আগ্রহ প্রকাশ করলে তাঁদের কাছে ইনভাইটেশন লেটার পাঠানো হয়। পরে পাকিস্তানে থাকা তাঁর ছেলেদের সহযোগিতায় ভিসার কাজ সম্পন্ন হয়। এরপর তিনি বৃহস্পতিবার বাড়ি ফিরে আসেন। ফুফুকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত।’ 

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, ‘ফেসবুকের মাধ্যমে নিখোঁজ একলিমার সন্ধান মেলে পাকিস্তানে। এরপর তাঁর ভাই ও ভাইপোরা যোগাযোগ করেন তাঁকে দেশে আনার জন্য। বৃহস্পতিবার বিকেলে তিনি তাঁর নিজ বাড়ি ইউনিয়নের গঙ্গারামপুরে এসেছেন। এত দিন পর তাঁকে কাছে পেয়ে আনন্দিত স্বজনেরা।’ 

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আজকের পত্রিকায় একলিমাকে নিয়ে ‘নিখোঁজের ৪১ বছর পর সন্ধান মিলল পাকিস্তানে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। 

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭