সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে নূর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম একই এলাকার বাসিন্দা।
নিহতের ছেলে আমিরুল ইসলাম জানান, তাঁর বাবা গোয়ালঘরের ময়লা পরিষ্কারের জন্য মোটর সংযোগ দিতে যান। সংযোগ দেওয়ার জন্য বিদ্যুতের তারে হাত দেওয়া মাত্রই তাঁর হাতে পানি থাকায় শক খেয়ে মাটিতে পড়ে যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করেই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।