সাতক্ষীরার তালায় ট্রাকচাপায় নিহত বিজিবির নায়েক শাহিদুর রহমান শিশিরের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার ভোরে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর দাখিল মাদ্রাসার মাঠে তাঁর জানাজা হয়। তিনি শাহাজাতপুর গ্রামের দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।
সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনেরা জানাজায় অংশ নেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, মা-বাবা ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর বিকেবাড়ি সংযোগ সড়ক এলাকায় ট্রাকচাপায় মারা যান তিনি। এ সময় সাত বিজিবি সদস্য আহত হয়েছেন। এদিকে ট্রাকচালক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন ও সহকারী আলীকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।