হোম > সারা দেশ > সাতক্ষীরা

অনুমোদনহীন ওষুধ জব্দ, তিয়ানশির সাতক্ষীরা অফিস সিলগালা

সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের সাতক্ষীরা অফিস সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৫ লাখ টাকার ওষুধ জব্দ এবং কোম্পানির দুই পরিবেশককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদার এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সাতক্ষীরা অফিসের তথ্যের ভিত্তিতে শহরের ইসলাম টাওয়ারে তিয়ানশি কোম্পানির অফিসের অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআই অনুমোদনবিহীন ওষুধ সামগ্রি রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করা হয়। 

জব্দ করা হয় ১৫ লাখ টাকার ওষুধ সামগ্রি। এছাড়া লেবেলবিহীন ওষুধ বিক্রির অভিযোগে দুজন পরিবেশক নলতা গ্রামের শেখ আমানুল্লাহর ছেলে তুহিনুজ্জামানকে (৪০) ১০ হাজার টাকা এবং শহরের মুনজিতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলামকে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

মনোনয়ন চেয়ে বিএনপি নেতার সমর্থকদের মানববন্ধন