হোম > সারা দেশ > সাতক্ষীরা

নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার লাশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মাঝিয়াড়া শ্মশান এলাকার নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বৃদ্ধার নাম রাবেয়া বেগম (৭০)। তিনি উপজেলার কুমিরা গ্রামের সবুজ পল্লী এলাকারর মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। গত মঙ্গলবার সকালে নিখোঁজ হন তিনি

নিহতের ছেলে আব্দুর রহিম বলেন, ‘মঙ্গলবার বাসা থেকে হারিয়ে যান মা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম, মাইকিংসহ স্বজনদের বাসায় খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। শুক্রবার সকালে ফেসবুকে দেখি কপোতাক্ষ নদের পাড়ে একটি লাশ ভাসমান অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে এসে দেখি মায়ের লাশ।’

তিনি আরও বলেন, ‘মায়ের মুখ দেখে চেনার উপায় নেই, শরীরও ফুলে গেছে। তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি, হাতে রাবারের চুরি আর কোমরে থাকা লাল ব্যাগ দেখে তখন নিশ্চিত হয়েছি।’

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭