হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেলে ৪ ঠিকাদারসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সফটওয়্যার ও যন্ত্রপাতি সরবরাহ না করেই ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ঠিকাদার, সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক-কর্মচারীসহ আটজনের নামে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

অভিযোগপত্রে এজাহারনামীয় আসামিদের মধ্যে চারজন ও তদন্তে নতুন করে আসা চারজনের নামে এই অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন। শিগগির অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হবে বলে জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। 

দুদক সূত্র জানায়, অভিযোগপত্রে নাম থাকা এজাহারনামীয় চার আসামি হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের যৌথ মালিক মো. আব্দুস সাত্তার সরকার ও মো. আহসান হাবিব, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যালের মালিক মো. জাহের উদ্দিন সরকার ও ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের মালিক মো. আসাদুর রহমান। মারা যাওয়ায় এজাহারনামীয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলীর নাম বাদ দেওয়া হয়। 

তদন্তে নাম আসায় অভিযোগপত্রভুক্ত করা হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস, ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ প্রসাদ স্যানাল, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামছুর রহমান ও মেডিকেল কলেজটির স্টোরকিপার আহসান হাবীব। 

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম কেনার সঙ্গে যথোপযুক্ত ও যৌক্তিক কারণ এবং চাহিদা ছাড়া পিএসিএস নামে একটি সফটওয়্যারসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়। দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোং ও মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালকে দরপত্র মূল্যায়ন কমিটি রেসপনসিভ এবং ইউনিভার্সেল ট্রেড করপোরেশনকে নন-রেসপনসিভ বিবেচনা করা হয়। কাগজ-কলমে দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠান পৃথক দেখা গেলেও বাস্তবে দরপ্রস্তাব দাখিলকারী প্রতিষ্ঠানগুলোর মালিক মূলত মো. জাহের উদ্দিন সরকার। এর মধ্যে মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনাল জাহের উদ্দিন সরকারের বাবা মো. আব্দুস সাত্তার সরকার ও তাঁর ছেলে মো. আহসান হাবীবের যৌথ নামে এবং ইউনিভার্সেল ট্রেড জাহের উদ্দিনের ভগ্নিপতি মো আসাদুর রহমানের নামে।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশে একে অপরের যোগসাজশে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে সিন্ডিকেট করে সাজানো দরপত্র দাখিল করে পিএসিএস নামক সফটওয়্যারসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহ না করে সরবরাহ দেখিয়ে সরকারি ৬ কোটি ৬ লাখ ৯৯ আত্মসাৎ করেছেন। 

২০১৯ সালের ৩১ অক্টোবর দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান ঠিকাদারি প্রতিষ্ঠানের চারজন ও সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ককে আসামি করে মামলা করেন।

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়