হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবন দিয়ে পুশ ইন করা ৭৮ ব্যক্তির মধ্যে ভারতীয় ৪ জন

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া সীমান্ত দিয়ে পুশ ইন ব্যক্তিরা। ফাইল ছবি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই দফায় পুশ ইন ৭৮ জনের মধ্যে ৭৪ জন বাংলাদেশি এবং চারজন ভারতীয় নাগরিক বলে শনাক্ত হয়েছে।

গত শুক্রবার বিকেলে ভারতীয় একটি জাহাজ ও স্পিডবোটে বিএসএফ ও ভারতের নৌবাহিনী ৭৮ ব্যক্তিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া ফরেস্ট টহল ফাঁড়ির কাছে একটি চরে নামিয়ে দিয়ে যায়। পরে তাঁরা হেঁটে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন জানান, আকস্মিকভাবে ৭৮ ব্যক্তিকে বঙ্গোপসাগরের তীরবর্তী নির্জন এলাকায় ফেলে যাওয়ার ঘটনা সবাইকে বিস্মিত করে। পরবর্তীকালে বন বিভাগের সহায়তায় এসব মানুষকে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে আশ্রয় দেওয়া হয়। সুস্থ রাখার জন্য শুকনা খাবার ও চাল, ডাল এবং শুকনা খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠানো হয়।

রিভারাইন বিজিবির অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে ৭৪ জন বাংলাদেশি এবং চারজন ভারতীয়। আজ রোববার দুপুর আড়াইটার দিকে সমুদ্রপথে তাঁদের মোংলায় নেওয়া হয়। পরবর্তীকালে এসব ব্যক্তির নিয়ে জাহাজটি শ্যামনগরের উদ্দেশে রওনা হয়। তাঁদের শ্যামনগর থানায় হস্তান্তরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়