হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বামীকে বেঁধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙা গ্রামে মুরগি ও মাছের সমন্বিত খামারের কর্মচারীকে বেঁধে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা ৩টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙা গ্রামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গত ১৭ মে দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদরের পায়রাডাঙায় মুরগি ও মাছের সমন্বিত খামারের পুরুষ কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা।

এ সময় নগদ টাকা ও সোনার গয়না লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ১৮ মে তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন নির্যাতন আইন ২০০০ সালের সংশোধিত ২০০৩-এর ৯(১) ধারাসহ পেনাল কোর্ডের ধারায় একটি মামলা করেন।

মামলায় দুই আসামিকে ইতিপূর্বে গ্রেপ্তার করে তাঁদের ডিএনএ টেস্টের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১ জুন পাঠানো হয়।

আজ দুপুর ২টার দিকে শ্বশুরবাড়ি বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে মামলার অপর আসামি দেলোয়ার হোসেনকে র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তা বলেন, রিমান্ড আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি