হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, ২ কারারক্ষী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

গ্রেপ্তার দুই কারারক্ষী। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে মাদক কারবারি হিসেবে আটকের পর চাঁদা আদায়ের চেষ্টাকালে দুই কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার রাজনগর এলাকায় বেত্রাবতী খালের ব্রিজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি হাতকড়া ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুল ইসলাম।

গ্রেপ্তার কারারক্ষীরা হলেন—ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সাতক্ষীরা কারাগারের কারারক্ষী মামুন হোসেন (২৭) ও একই উপজেলার ভাউটিয়া গ্রামের ডব্লিউ বিশ্বাসের ছেলে কারারক্ষী রাজন বিশ্বাস (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজনগর গ্রামের বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর গতকাল শুক্রবার রাত ৮টা থেকে অবস্থান করছিলেন দুই কারারক্ষীসহ আরেক ব্যক্তি। এ সময় তাঁরা এক ব্যক্তিকে মাদক কারবারি বলে তাঁর কাছ থেকে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে আটক করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এদিকে স্থানীয়রা দুই কারারক্ষীর একজনকে চিনতে পারায় বিষয়টি তারা দ্রুত জেলা গোয়েন্দা পুলিশকে অবহিত করে। রাত সোয়া ৯টার দিকে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রুবেল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুন ও রাজনকে দুটি হাতকড়াসহ গ্রেপ্তার করে। এর মধ্যেই কারারক্ষীদের সঙ্গে থাকা অপরজন এবং মাদক কারবারি হিসেবে দাবি ওই ব্যক্তিও পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামীমুল হক জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবেল আহম্মেদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন। মামলায় সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মামুন হোসেন ও রাজন বিশ্বাসের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা একজনকে আসামি রয়েছে। আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

মনোনয়ন চেয়ে বিএনপি নেতার সমর্থকদের মানববন্ধন