হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় মাঠে মাঠে সোনালি ধান কাটার উৎসব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় সোনালি ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গত বছরের তুলনায় চলতি আমনের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে সোনালি হাসি ফুটেছে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর চলতি মৌসুমে ৮ হাজার ৭০০ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আবাদ হয়েছে ৯ হাজার ৬০৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯০৫ হেক্টর জমিতে বেশি ধানের চাষ হয়েছে। 

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ জানান, তালা সদর, ইসলামকাটি ও মাগুরা ইউনিয়নে মাঠ কার্যক্রমের অংশ হিসেবে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে ব্রিধান ৮৭ এর ফলন হেক্টর প্রতি ৪.৭১ টন, ইসলামকাটী ইউনিয়নে ব্রিধান ৭৫ এর ফলন হেক্টর প্রতি ৪.৭ টন এবং মাগুরা ইউনিয়নে ব্রিধান ৭৫ এর ফলন হেক্টর প্রতি ৪.৮ টন পাওয়া গেছে।

হাজরাকাটি গ্রামের কৃষক ইয়াছিন সরদার বলেন, ‘এবার ধানের ফলন ভালো হয়েছে। আমরা কৃষি অফিসের সার্বিক সহায়তা পেয়েছি। আশা করছি এবার ধানের আশানুরূপ দাম পাব।’ 

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ‘আমন মৌসুমে কম সময়ে অধিক ফলন হয় এমন জাতের ধানের আবাদ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। গত বছরের তুলনায় ৯০৫ হেক্টর জমিতে ধানের আবাদ বেশি হয়েছে। তা ছাড়া এ বছর ধানের ফলনও খুব ভালো হয়েছে। 

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭