সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় করোনা পরিস্থিতি অবনতির কারণে লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আজ শুক্রবার রাত ১২টায় তৃতীয় দফার লকডাউন শেষ হবে। আজ শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হবে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গত ২৩ মে থেকে সাতক্ষীরা জেলায় করোনা পরিস্থিতি অবনতি হতে শুরু করে। একপর্যায়ে গত ৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ৫ জুন রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী ৭ দিনের জন্য সাতক্ষীরা জেলায় লকডাউন ঘোষণা করা হয়। এর পরে দফায় দফায় লকডাউন বাড়িয়ে চতুর্থবারের মতো লকডাউন ঘোষিত হলো।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, যেহেতু হাসপাতালে করোনা রোগী কমেনি, পরিস্থিতির আশানুরূপ উন্নতিও হয়নি সে জন্য চতুর্থ সপ্তাহের জন্য আবারও লকডাউন দেওয়া হয়েছে। তিনি লকডাউন বাস্তবায়নে পুলিশসহ সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
এদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও বাকি ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন মোট ৬৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩০৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৩৭ শতাংশ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি।