হোম > সারা দেশ > সাতক্ষীরা

কালীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বাড়ি পুড়ে ছাই

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মাও. মোহাম্মদ রমিজ উদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গনপতি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গনপতি গ্রামের মৃত মুজিবার খাঁয়ের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে মাও. মোহাম্মদ রমিজ উদ্দীনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এতে তাঁর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 
 
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ বিল্লাল হোসেন মৃধা বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

স্টেশন ইনচার্জ আরও বলেন, পুড়ে যাওয়া বাড়িতে কেউই ছিলেন না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭