হোম > সারা দেশ > সাতক্ষীরা

বাঁশবাগানে নারীর গলাকাটা মরদেহ, সাবেক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নিখোঁজের দুদিন পর এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের কামালনগর এলাকায় একটি বাঁশবাগানে গলিত এই মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

পরিবারের সদস্যের দাবি, ওই নারীকে তাঁর সাবেক স্বামী প্রতিশোধ নিতে হত্যা করেছে।

নিহত তাসলিমা খাতুন (২৫) শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের মেয়ে।

নিহতের মা আয়েশা খাতুন জানান, আয়েশা খাতুন গত ১১ দিন আগে মাকসুদুল হক সোহানকে তালাক দেয়। এরপর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিত। গত সোমবার সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়।

এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর আজ বুধবার বিকেলে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার গলিত মরদেহ দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, তালাক দেওয়ার প্রতিশোধ নিতে তাসলিমাকে হত্যার পর লাশটি বাঁশবাগানে ফেলে রাখা হয়।

সাতক্ষীরা সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকসুদুল হক সোহান পলাতক আছে। এ ঘটনায় তদন্ত চলছে।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭