হোম > সারা দেশ > সাতক্ষীরা

এইচএসসির ৩ পরীক্ষার্থীর মধ্যে ঝগড়া, এক অভিভাবককে পিটিয়ে হত্যা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় এইচএসসি পরীক্ষার্থীদের ঝগড়ার জেরে সাগর ফারুক হোসেন (৪২) নামের এক অভিভাবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ধানদিয়া কাটাখালী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাগর ফারুক হোসেন ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা। তাঁর বাড়ি উপজেলার কাটাখালী গ্রামে।

নিহতের প্রতিবেশী ময়নুল আমিন মিঠু বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফারুকের ছেলে বাদশা এইচএসসি (ব্যবহারিক) পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে অশোক মোড় এলাকায় সহপাঠী নয়ন ও লাকীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তাঁরা তাঁকে মারধর করেন। বাদশা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনাটি তাঁর বাবাকে জানান। পরে তাঁর বাবা ফারুক গিয়ে মারধরের কারণ জানতে চাইলে নয়ন তাঁর মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে মোবাইল ফোনে ডেকে আনেন। একপর্যায়ে তাঁরা তিনজন মিলে ফারুককে মারধর করেন। তাতে তিনি মারাত্মক আহত হন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রুবেল কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে ফারুককে বেধড়ক পেটান। তাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ত্রিশমাইল এলাকায় তিনি মারা যান।

ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন। এ কারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ফারুকের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭