হোম > সারা দেশ > সাতক্ষীরা

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০ 

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার সাতক্ষীরা মহাসড়কে বাস-মোটরসাইকেল ও ভ্যানগাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় ভ্যানযাত্রী ডুমুরিয়া সদরের গোলনা গ্রামের দিনমজুর আব্দুল খালেক গাজী (৬৫) এবং সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী গ্রামের বাসিন্দা মোটরসাইকেল আরোহী এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির প্রতিনিধি আলী ওসমান (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় বাস ও ভ্যানের যাত্রী ডুমুরিয়া সদরের আরিফা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মাওয়া (৪), কাওছার আলী শেখ (৫০), আব্দুল গফুর (৬৫), অশোক রঞ্জন সরদার (৫৩), লিয়াকত বিশ্বাস (৫০), আফছানা (১৮), মিজানুর রহমান (৬৫) আশরাফ আলী শেখ (৩৩), উত্তম কুমার দাস (৩০), সালাম বিশ্বাস (৫২) ও তাসমিদ (৪৩) আহত হন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যান ও একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুল খালেক গাজী ও মোটরসাইকেল আরোহী আলী ওসমান নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তিদের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বাস ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি