হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী একুশে বইমেলা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

ফাগুনের ঝরা পাতার সঙ্গে বইয়ের পাতার যেন এক অন্যরকম সম্পর্ক। এই মেলার সঙ্গে মিশে আছে বাঙালির একুশের চেতনা। তাই ধীরে ধীরে ঐতিহ্যের ডানা বেয়ে বইমেলা আমাদের জাতীয় অনুষ্ঠানে রূপ নিয়েছে। সারা দেশে বইমেলা অতটা জনপ্রিয় হয়ে না উঠলেও সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী একুশে বইমেলা। এরই মধ্যে বইমেলার স্টল সাজানো ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

স্বাস্থ্যবিধি মেনে ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়ে মেলাটি আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকেল পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।

তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বইমেলা হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে মেলা দর্শনার্থী, পাঠক ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে হবে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলায় বই কেনাকাটাসহ ঘোরাঘুরি করতে পারবে। 

তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ‘বাংলা ভাষার মর্যাদা ও ভাষাপ্রীতি সম্বন্ধে আমাদের আন্তরিকতা বাড়ানোর জন্য বইমেলার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে বইমেলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।’ এমন আয়োজন করার জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে শিক্ষার্থীদের গবেষণা ও চর্চার বিষয় মাথায় রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে বইমেলার আয়োজন করতে চলেছি। ইতিমধ্যে সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। তিন দিনব্যাপী বইমেলায় ২০টি স্টলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইব্রেরিগুলো অংশ নেবে। এ সময় তিনি সব পাঠক, প্রকাশনী ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার জন্য আহ্বান জানান। 

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি