ভারতে পাচারের সময় আটটি সোনার বারসহ মো. আমির হোসেন (৪৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়।
এ ছাড়া আজ সকালে কলারোয়া উপজেলার বৈকারী সীমান্তে ১ দশমিক ৯ কেজি রুপার গয়না উদ্ধার করা হয়েছে। তবে কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি।
আটক আমির হোসেনের বাড়ি কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামে।
সাতক্ষীরাস্থ বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে কাকডাঙা সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় আমিরের শরীর তল্লাশি করে তাঁর পরনের লুঙ্গির ভেতর আটটি সোনার বার পাওয়া গেছে।
এদিকে আজ বেলা ১২টার দিকে বৈকারী সীমান্তের সীমানা পিলার ৭ / ৪০-এস থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে ১ দশমিক ৯ কেজি রুপার গয়না জব্দ করেছেন বিজিবি সদস্যরা। তবে এ সময় তাঁরা কাউকে আটক করতে পারেননি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল।