হোম > সারা দেশ > সাতক্ষীরা

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র‍্যাব। উপজেলার কুশখালী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আব্দুল মালেক (৪৭) কলারোয়া পৌরসভার বাসিন্দা। 

আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে আব্দুল মালেক ভারত থেকে কলারোয়া উপজেলার কুশখালী এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। গতকাল রাতে কুশখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। আজ বুধবার দুপুরে তাঁকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফেরার পথে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে সড়কের ওপর একটি যাত্রীবাহী বাস রেখে তাঁর গাড়িবহরে হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারধর করা হয়। 

ওই মামলায় গত ১৮ এপ্রিল আব্দুল মালেকসহ ৪৪ জনকে সাত বছরের সাজা দেন সাতক্ষীরার একটি আদালত। গ্রেপ্তার এড়াতে আব্দুল মালেক অনেক দিন পলাতক ছিলেন।

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি