হোম > সারা দেশ > সাতক্ষীরা

প্রযুক্তি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে: প্রযুক্তি প্রতিমন্ত্রী 

সাতক্ষীরা প্রতিনিধি

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘ডিজিটাল প্রযুক্তি খাতে দেশের ২০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এ খাত থেকে রপ্তানি আয় ইতিমধ্যে দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সরকারের সব সেবা ডিজিটালাইজড করা হয়েছে। জনগণের দোর গোড়ায় এ সেবা পৌঁছে গেছে।’ 

আজ শুক্রবার সাতক্ষীরা জেলা প্রশাসনের ‘হার পাওয়ার প্রকল্প’ এর আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে উপহারের ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম ও সাইবার থ্রেড অ্যান্ড অ্যানালাইজিং টিম গঠন করে দেশ-বিদেশে সাইবার ক্রাইম প্রতিরোধে কাজ করছে সরকার।’ 

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, সংসদ সদস্য আশারাফুজ্জামান আশু, সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, হার পাওয়ারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠানে ২৪০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এ ছাড়া তালা উপজেলার জাতপুর গ্রামের খুদে বিজ্ঞানী বোরহান উদ্দীনের বোমারু বিমান নির্মাণের প্রতিভার ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। পরে তাকে একটি ল্যাপটপ উপহার দেন এবং তার গবেষণা কাজে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন তিনি।

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি