হোম > সারা দেশ > সাতক্ষীরা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত লাকী মারা গেছেন 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকী (৪৫) মারা গেছেন। আজ শনিবার ভোরে কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত জাভিদ রায়হান লাকি সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে। কলারোয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ছিলেন তিনি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের (সামেক) আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ বলেন, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে সামেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ বলেন, ‘জাভিদ রায়হান লাকী ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি ছিলেন। গত বছরের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম তাঁকে চার বছর তিন মাস সশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন তিনি।’

জেলার আরও বলেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন লাকী। গত ২৪ অক্টোবর বুকে ব্যথাজনিত কারণে তাঁকে সামেক হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে তাঁকে দুই দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭