হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার মেয়রকে ক্ষমতা বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে মেয়র তাসকিন আহমেদ চিশতির কাছে সব ক্ষমতা বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত ফিরোজ হাসানকে উদ্দেশ করে বলেন, ‘আদালতের আদেশ মেনে চলুন। আর না মানলে আপনাকে শাস্তি দেওয়া হবে, জরিমানা করা হবে।’

আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসানকে উদ্দেশ করে এ মন্তব্য করেন। শুনানির শুরুতে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানের উদ্দেশে আদালত বলেন, ‘আপনি সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র। মেয়র তাসকিনকে বরখাস্ত করার স্টে অর্ডার ও পুনর্বহালের চিঠি পেয়েছেন। তাহলে তাঁকে ক্ষমতা বুঝিয়ে দিতে টালবাহানা করছেন কেন?’

এ সময় প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। অন্যদিকে মেয়র তাসকিন আহমেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মেয়র তাসকিন আহমেদ চিশতিকে ক্ষমতা বুঝিয়ে না দেওয়ায় আজ সোমবার সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে উচ্চ আদালতে তলব করা হয়। তাঁকে সশরীরে উপস্থিত হয়ে হাইকোর্টের কার্যক্রম বাধাগ্রস্ত করার কারণ ব্যাখ্যা দিতে বলা হয়।

প্রসঙ্গত, নাশকতার মামলা হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি মেয়র তাসকিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে আর্থিক ক্ষমতাসহ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করে চিশতিকে পুনর্বহালের আদেশ দেন উচ্চ আদালত। কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করেন কাজী ফিরোজ হাসান।

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি