পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিষ দিয়ে শিকার করায় এক ট্রলার মালিককে গ্রেপ্তার করেছে বনকর্মীরা। এ সময় শিকার করা দুই মণ চিংড়ি মাছ জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের হরিসখালী খাল থেকে তাঁদের আটক করে। গ্রেপ্তার শহিদুল ইসলাম উপজেলার গাবুরা ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে কয়েকজন জেলে নদীতে বিষ দিয়ে মাছ ধরছিল। এ সময় অভিযানে থাকা বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার নুরুল আলমের নেতৃত্বে বনকর্মীরা ও ট্রলার (ইঞ্জিন চালিত নৌযান) জব্দ করে।
ইকবাল হোসাইন চৌধুরী আরও বলেন, অভিযানের সময় অন্য জেলেরা নদীতে ঝাঁপ দিয়ে বনের মধ্যে পালিয়ে যান। বন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শহিদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।