হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে পড়ে নিহত ১ 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বাদঘাটা এলাকায় দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটে। এ সময় আরও এক শ্রমিক আহত হন। 

নিহত শ্রমিক মোমিন মল্লিক (৫০) উপজেলার গৌরিপুর গ্রামের মৃত রজব মল্লিকের ছেলে। আহত মোশারফ মল্লিক (২৭) একই গ্রামের মৃত মোরশেদ মল্লিকের ছেলে। 

নিহতের ভাইয়ের ছেলে মাসদ রানা মুন্না জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকে কিছু শ্রমিক উপজেলা সদরের বাদঘাটা এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ নির্মাণাধীন ড্রেনের পাশে থাকা দেয়াল ধসে পড়লে তাঁরা দুজন চাপা পড়েন। 

এ সময় অন্যান্য শ্রমিকেরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে দুপুর ১টার হলে তাঁর চাচা মারা যান। 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, ওই ব্যক্তি মাথা ও বুকে মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন। এ ছাড়া তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মৃতদেহ সাতক্ষীরা থেকে আনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত