হোম > সারা দেশ > সাতক্ষীরা

মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে কারাগারে

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় মা-বাবাকে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার মামলায় উৎপল সাহা (৪২) নামের এক যুবককে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

যুবককে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ। তিনি বলেন, ‘মা-বাবাকে ভরণপোষণ দিতে অস্বীকৃতির অপরাধে উৎপল সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

গতকাল শুক্রবার সন্ধ্যায় উৎপল সাহাকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের দিনবন্ধু সাহার ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০২২ সালে উৎপল সাহার স্ত্রী মৌসুমী সাহা আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় উৎপল সাহার করা মামলায় তাঁর মা-বাবা কারাগারে যান। পরে পাটকেলঘাটা বাজারের বাড়ি দখল করে নেন এবং বেশ কয়েক দিন আগে মা-বাবার কাছে পুনরায় সম্পত্তি দাবি করেন উৎপল সাহা। এ কথা না শোনার কারণে তিনি বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ বন্ধ করেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন। 

ছেলের নির্যাতন সইতে না পেরে দিনবন্ধু সাহা গতকাল শুক্রবার পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ উৎপল সাহাকে গ্রেপ্তার করে।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭