হোম > সারা দেশ > সাতক্ষীরা

চাঁদাবাজির অভিযোগে গণধোলাইয়ের শিকার যুবক 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গণধোলাই দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলা সদরের মাইক্রোস্ট্যান্ড এলাকায়। 

গণধোলাইয়ের শিকার যুবকের নাম মিজান ফকির (২৭)। পেশায় ব্যক্তিগত গাড়িচালক মিজান উপজেলার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় দুই সহযোগীকে নিয়ে মিজান মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে চাঁদা তুলছিলেন। এ সময় টাকা দিতে অপারগতা প্রকাশের জেরে রেজাউল নামের এক ব্যবসায়ীকে তিনি মারতে তেড়ে যান। একপর্যায়ে সেখানে উপস্থিত অপর ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা মারধর দিয়ে মিজানকে ছেড়ে দেয়। 

স্থানীয়রা আরও জানায়, গত তিন বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে ওই এলাকা থেকে চাঁদা তুলছিলেন মিজান ফকির। পট পরিবর্তনের পর চাঁদা দিতে অপারগতা প্রকাশের জেরে মিজান তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে এমন ঘটনা ঘটে। 

স্থানীয়দের অভিযোগ, মিজানের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত গাড়ি চালানোর আড়ালে মাদকের ব্যবসা করছেন। এ ছাড়া মাইক্রোস্ট্যান্ড এলাকায় তারা প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনসহ বিক্রির সঙ্গেও জড়িত। 

এ বিষয়ে জানতে চাইলে মিজান মাদক ব্যবসাসহ মাদক সেবনের কথা অস্বীকার করেন। তবে তাঁকে মারধরের কথা স্বীকার করে জানায়, কোনো কারণ ছাড়াই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি