সাতক্ষীরায় একটি মাছের ঘেরের পাহারাদার আব্দুর রহমান গাজীর (৪৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়েছে।
আব্দুর রহমান গাজী সাতক্ষীরা সদর উপজেলার মৃত বাবর গাজীর ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে অহিদের ঘেরের পাহারাদার আব্দুর রহমানের লাশ পাশের ধানখেত থেকে উদ্ধার করে পুলিশ। চোর প্রতিরোধে ধানখেতসহ ঘেরের চারদিকে বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল। বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি শামিনুল হক আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।