হোম > সারা দেশ > সাতক্ষীরা

৯০ টন সুস্বাদু হিমসাগর আম ইউরোপে রপ্তানি শুরু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

আগামীকাল বৃহস্পতিবার থেকে ইউরোপের দেশগুলোতে আনুষ্ঠানিকভাবে রপ্তানি শুরু হবে সাতক্ষীরা কলারোয়ার মৌসুমি আম হিমসাগর। আজ বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৮ নম্বর কেরেলকাতা ইউনিয়ন ইলিশপুর গ্রামের আম চাষি কবিরুল ইসলাম ডবলুর আম বাগান থেকে নিজ হাতে বিষমুক্ত হিমসাগর আম পেড়ে বায়ার কোম্পানির মাধ্যমে ইউরোপে রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির। 

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর কলারোয়া উপজেলা থেকে ৯০ টন আম রপ্তানি করা হবে। পরে গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার নির্দিষ্ট সময়ের পড়ে বিক্রি করা হবে।’

কর্মকর্তা আরও বলেন, ‘উপজেলার ৬২৫ হেক্টর জমিতে প্রায় ২৪৮ জনের মতো চাষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শে বিষমুক্ত আম চাষ করেছেন। এ উপজেলার চাষিরা অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে আম উৎপাদন করে ফরমালিন ছাড়াই বাজারজাত করে। যে কারণে প্রতিবছর দেশের গণ্ডি পেড়িয়ে ইউরোপ ও এশিয়া মহাদেশে ন্যায্য মূল্যে আম বিক্রি করে চাষিরা লাভবান হয়। গত বছর ৩ হাজার ২০০ টাকা প্রতি মণ দরে ৮৫ টন হিমসাগর আম উত্তরণ সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ব্যবস্থাপনায় ইউরোপে রপ্তানি করা হয়েছিল।

এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় প্রতিটি বাগানের আমের মুকুল ৫০ শতাংশ ঝরে পড়েছে। এ ক্ষেত্রে আমের উৎপাদন হ্রাস পেয়েছে চাষিরাও অনেকটা ক্ষতির মুখে। চাষিরা ন্যায্যমূল্যে আম বিক্রি করতে পারলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। এ বছর হিমসাগর আম বিদেশে রপ্তানির জন্য ৩ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার ৭০০ টাকা প্রতি মন দরে বায়ার কোম্পানির মাধ্যমে বিক্রি করতে পারবে।’ 

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭